কাশ্মীরে লাগাতার তুষারপাত বাংলাকে উপহার দিয়েছিল হাড় কাঁপানো ঠান্ডা। আর তার কিছু দিনের ব্যবধানে এবার সেই উপত্যকার পশ্চিমী ঝঞ্ঝা শুষে নিচ্ছে মাঘের শেষ ঠান্ডার আমেজটুকু। মাঘের প্রায় মাঝামাঝি পৌঁছে গেল ক্যালেন্ডার। হিসেব বলছে সরস্বতী পুজো শেষ মানেই কার্যত শীতের বিদায়। সেখানে বসন্তের আমেজ জায়গা দখল করতে নেমে পড়ে। তার আগে এই কটাদিনের ঠান্ডার মজাটা শেষ করে দিচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। থমকে দিচ্ছে উত্তুরে হাওয়া। ফলে চড়ছে পারদ। বাড়ছে গরম। মঙ্গলবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। আশার কথা একটাই। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে উত্তুরে হাওয়া বিনাবাধায় ফের ঢুকবে রাজ্যে। যার জেরে ফের সামান্য হলেও শেষ শীতটুকু উপভোগের হয়তো সুযোগ পাবেন সাধারণ মানুষ।