ফাগুনে বর্ষার আমেজ। কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে এখন আবহাওয়াটাই এমন। গরম পড়লেও বাতাসে যে শীতসুলভ শুকনো টানটা কদিন আগেও অনুভূত হচ্ছিল, সেটা আপাতত উধাও। সেখানে বেশ একটা জোলো ভাব। সৌজন্যে পরপর ২ দিন বৃষ্টি আর মেঘলা আকাশ। আবহাওয়া দফতর জানাচ্ছে গত বুধবার বাংলাদেশ ও ঝাড়খণ্ডের ওপর দুটি নিম্নচাপ অক্ষরেখা বিরাজ করছিল। ফলে সমুদ্রের ঠান্ডা জোলো বাতাস হুহু করে ঢুকছিল দক্ষিণবঙ্গে। যার থেকে মেঘ সঞ্চার হয়ে বৃষ্টি হচ্ছিল। বৃহস্পতিবার বাংলাদেশের নিম্নচাপ অনেকটাই সরে গেছে। তবে ঝাড়খণ্ডের নিম্নচাপ অক্ষরেখাটি শক্তি বাড়িয়েছে। ফলে এদিনও সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। মাঝেমধ্যে টুকটাক রোদের রেখা দেখা গেলেও তা স্থায়ী হয়নি। বরং বেলা বাড়লে কলকাতা জুড়ে নামে দিগন্ত সাদা করা প্রবল বৃষ্টি। বৃষ্টিতে অনেক জায়গায় জল জমে যায়। টানা প্রায় আধঘণ্টার প্রবল বৃষ্টির পর অবশেষে থামে বারিধারা। আস্তে আস্তে মেঘ কেটে রোদ ওঠে শহরে। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস বৃষ্টি এখনই বিদায় নিচ্ছে না। আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে। রবিবার দোল। সেদিনটাও বৃষ্টি হবে না এমন কথা হলফ করে এখনই বলতে নারাজ আবহবিদেরা।