
নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে প্রতিদিন। আবহাওয়া দফতর জানিয়েছে অসম, ঝাড়খণ্ডের ওপর নিম্নচাপ অক্ষরেখার জেরে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। সেই পূর্বাভাস সত্যি করে সন্ধ্যে নামতেই বৃষ্টি নামল শহর জুড়ে। বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায়। রবিবার দোল। ফলে শনিবার বিকেল থেকেই রঙের দোকান থেকে অন্যান্য দোকানে ভিড় জমে। বৃষ্টিতে নাকাল হতে হয় ক্রেতা-বিক্রেতাদের। টানা বৃষ্টিতে অনেক জায়গায় জল জমে যায়। শনিবার সকাল থেকেই মেঘের দেখা মিলেছে। সেই মেঘ দোলের সকালেও কী বৃষ্টি ঝরাবে? আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শহরবাসীর মনে।