Kolkata

দুয়ারে কড়া নাড়ছে চরম গরম

রোদ মেঘের খেলা। মাঝেমধ্যেই বৃষ্টি। ঠান্ডা হাওয়ায় একটা দুরন্ত আবহাওয়া। ফ্যান প্রায় লাগছেই না। ভোরের দিকে একটা শীত শীত ভাব। তাও কিনা প্রায় মার্চ মাসের শেষ লগ্নে এসে! বেশ চলছিল বঙ্গবাসীর। কিন্তু সে সুখ বোধহয় আর সইল না! হাওয়া অফিস পূর্বাভাস দিচ্ছে চলতি সপ্তাহের শেষেই তাপমাত্রার পারদ চড়চড় করে চড়বে। কলকাতার পারদ চড়তে পারে ৩৬ ডিগ্রিতে। পশ্চিমাঞ্চলের জেলাগুলির অবস্থা আরও করুণ হতে পারে। সেখানে তাপমাত্রা ৩৯ ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে ফেলতে পারে। ফলে প্রলম্বিত শীতের আমেজে এবার বোধহয় দাঁড়ি টানতে চলেছে প্রকৃতি। আর নয়। এবার গরমের শুরু। ক্রমে গরম বাড়বে বলেই মনে করছেন আবহবিদেরা। আর এবছর ভারত গরমের ক্ষেত্রে শতবর্ষের সব রেকর্ড চুরমার করতে চলেছে বলে ইঙ্গিত তো রয়েছেই। ফলে কলকাতাবাসীর এবার গরমের সঙ্গে লড়াই করার দিন আগতপ্রায়।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button