
চৈত্রের শেষে চাঁদি ফাটা গরমে নাজেহাল ভারত। এখনও বৈশাখ, জৈষ্ঠ্য বাকি। চৈত্রেই যদি এই অবস্থা হয় তাহলে পরে কী হবে সেকথা ভেবে শিউরে উঠছেন মানুষজন। এমনই এক দুর্বিসহ অবস্থায় স্বস্তির বার্তা দিল মৌসম ভবন। এবারে দেশ জুড়ে ভাল বর্ষার পূর্বাভাস দিল তারা। শুধু ভালই নয়, এবার স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিরই পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহবিদদের দাবি, এবার বর্ষায় ১১০ শতাংশের মত বৃষ্টি পাবে ভারত। সোমবারই বর্ষায় ভাল বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল কেন্দ্র। সরকারি বার্তায় শেয়ার বাজারও চাঙ্গা হয়েছিল। এদিন সেই বার্তায় শীলমোহর দিল মৌসম ভবন। এদিকে বর্ষায় ভাল বৃষ্টির পূর্বভাস থাকলেও বর্তমানে পুড়ছে গোটা ভারত। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশের মত রাজ্যগুলিতে খরা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। এখানে অধিকাংশ জায়গায় অসহ্য গরমে পানীয় জলটুকু ঠিকঠাক পাচ্ছেন না বহু মানুষ। পানীয় জলের সমস্যায় লাগাম দিতে মহারাষ্ট্রের লাতুরে জলের ট্রেন পাঠিয়েছে কেন্দ্র।