
ওড়িশা ও বিহার সংলগ্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে সাময়িক স্বস্তিতে রাজ্য। আকাশ মেঘলা। মাঝেমধ্যে মেঘের ফাঁক গলে রোদ পড়লেও তা দীর্ঘস্থায়ী হচ্ছেনা। সঙ্গে রয়েছে ঠান্ডা হাওয়া। ফলে বৈশাখের দুপুরেও দরদরে ঘাম বা প্যাচপ্যাচে গরমে পচতে হচ্ছে না শহরবাসীকে। মেঘলা আকাশ আপাতত স্থায়ী হওয়ার পাশাপাশি বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। স্বস্তির সম্ভাবনা আরও বেড়েছে। আপাতত একটা বৃষ্টি তাপমাত্রা অনেকটাই কমিয়ে দেবে। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই মেঘলা আকাশ বিরাজ করছে। উত্তরবঙ্গেও আকাশে মেঘের আনাগোনা। উত্তরবঙ্গে শিলাবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।