খাতায় কলমে কেরালায় বর্ষা ঢোকার কথা ১ জুন। কিন্তু তার ২ দিন আগেই ভারতের দক্ষিণপ্রান্তের এই রাজ্যে ঢুকে পড়ল বর্ষা। কেরালার হাত ধরেই প্রতি বছর ভারতে বর্ষা প্রবেশ করে। তারপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। ২ দিন আগেই বর্ষার আগমনে অন্যান্য জায়গাতেও দ্রুত বর্ষা নামার সম্ভাবনা জোড়ালো হয়েছে। যা দেশের অর্থনীতির জন্য অবশ্যই সুখবর। এদিন শুধু কেরালাই নয়, সাইক্লোন ‘মোরা’-র দাক্ষিণ্যে উত্তরপূর্ব ভারতেও মঙ্গলবার বর্ষা প্রবেশ করল। সেখানেও শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। উত্তরপূর্ব ভারতে বর্ষার এই আগমনের পুরো কৃতিত্বটাই মোরাকে দিচ্ছেন আবহবিদেরা। এদিকে মোরা-র জেরে উত্তরবঙ্গেও দ্রুত বর্ষা নামার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। কারণ মোরা নিজে যেমন ধেয়ে এসেছে, সঙ্গে টেনে এনেছে মৌসুমি বায়ুকেও। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঠিক কবে বর্ষা ঢুকছে তা এখনও পরিস্কার নয়।