অনেক টালবাহানার পর অবশেষে সোমবার খাতায় কলমে রাজ্যে প্রবেশ করল বর্ষা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় বর্ষা ঢুকেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। গত রবিবার থেকেই আকাশের মুখ ভার। ঠান্ডা হাওয়া বইছিল। বৃষ্টিও হয়েছে মাঝেমাঝে। অনেকেই ভেবেছিলেন রবিবাসরীয় সকালেই শহরে বুঝি ঢুকে পড়ল বর্ষা। কিন্তু সেই বৃষ্টিকে প্রাক বর্ষার বৃষ্টি বলে চিহ্নিত করেন আবহবিদেরা। তার ঠিক একদিন পর সোমবার কিন্তু সত্যি সত্যিই এবছরের বর্ষা ঢুকে পড়ল। এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। তবে কলকাতায় বৃষ্টি হচ্ছিলনা। বৃষ্টি নামল বিকেলে। কলকাতার অনেক জায়গায় ঝেঁপে বৃষ্টি হয়। সপ্তাহের প্রথম দিনে অফিস ফেরত কলকাতা ভিজে নেয়ে একাকার। তবে অভিযোগ করেননি কেউ। দীর্ঘ দাবদাহ আর চরম অস্বস্তি কাটিয়ে স্বস্তির বৃষ্টিতে প্রাণ জুড়িয়েছে। জুড়িয়েছে শরীর। তাই অফিস থেকে বাড়ি ফিরতে প্যাচপ্যাচে রাস্তাও তাঁদের বিরক্ত করতে পারেনি। খাতায় কলমে রাজ্যে বর্ষা ঢোকার দিন থেকে ৪ দিন পর বর্ষা ঢুকল। জ্যৈষ্ঠ শেষ হতে এখনও ৩ দিনের অপেক্ষা। এই অবস্থায় বর্ষার আগমন এ বছরের মত গরমের তীব্র দহন থেকে মুক্তির বার্তাই বয়ে আনল।