শ্রাবণ মানেই অঝোর ধারাপাত। তারসঙ্গে যদি নিম্নচাপ হাত মেলায় তাহলে তো কথাই নেই! সেই সোনায় সোহাগা পরিস্থিতির কবলে এখন দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা। ফলে দিনভর মুখভার করা আকাশ যে মাঝেমধ্যেই ঝরঝর করে ঝরছে তা অব্যাহত থাকবে।
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি আরও বেশি হবে। দফায় দফায় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাদ যাবেনা কলকাতাও। এদিকে উত্তরবঙ্গে যেমন বৃষ্টি হচ্ছে তেমনই হবে। এবার অতিবৃষ্টির জেরে ইতিমধ্যেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা বানভাসি চেহারা নিয়েছে। বহু মানুষ বাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছেন।