National

মারণ গরমের শিকার ১৩০

Hot Weatherরেকর্ড গরমে দক্ষিণ ভারতে মৃতের সংখ্যা ১৩০ ছাড়াল। তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ কার্যত পুড়ছে। একটানা চলছে তাপপ্রবাহ। তেলেঙ্গানায় এই সময়ে গরম গত ৪৩ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। তিন রাজ্যের সরকারের তরফে জনসাধারণকে দুপুরে বাড়ি থেকে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকদের পরামর্শমত প্রয়োজনীয় সাবধানতা নিতেও রাজ্যবাসীকে অনুরোধ করেছে সরকার। এদিকে গরম থেকে এখনই রেহাই পাওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। বরং আগামী ২-৩ দিনে গরম আরও ১ থেকে ২ ডিগ্রি বাড়বে বলেই সতর্ক করেছে তারা। মৌসম ভবন হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, বিহার, ওড়িশা, তেলেঙ্গানা ও তামিলনাড়ু সহ ৮টি রাজ্যে ও মারাঠওয়াড়া, বিদর্ভ, রায়ালসীমা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে তাপপ্রবাহের সর্তকর্তা জারি করেছে। তেলেঙ্গানায় গরম ৪৪ ডিগ্রি ছাড়িয়েছে। যাবতীয় নির্মাণকার্যে বেলা ১১টা থেকে ৩টে পর্যন্ত কোনও শ্রমিককে দিয়ে কাজ করানো যাবে না বলে সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। শুধু এই রাজ্যেই হিট স্ট্রোকে ৬০ জনের মৃত্যু হয়েছে। পিছিয়ে নেই ওড়িশাও। অধিকাংশ জায়গায় তাপমাত্রার পারদ ৪২ থেকে ৪৩ ডিগ্রিতে ঘোরাফেরা করছে। চলছে তাপপ্রবাহ। রাজধানী ভুবনেশ্বরের তাপমাত্রা গত ১১ এপ্রিল ৪৬ ডিগ্রি ছুঁয়েছিল। গোটা ভারতের অবস্থাই গরমে শোচনীয়। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান, পঞ্জাব, দিল্লি সর্বত্রই প্রবল দাবদাহে নাজেহাল মানুষজন।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button