Kolkata

নাগাড়ে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, সপ্তাহের শুরুতেই নাজেহাল কলকাতা

গত রবিবার রাত থেকেই সেজেগুজে তৈরি হয়েছিল আকাশ। রাতের লাল আকাশ বুঝিয়ে দিচ্ছিল আগামী সময়ের অশনি সংকেত। রাত বাড়তেই নামে বৃষ্টি। যা ভোর থেকে তার তেজ আরও বাড়ায়। অবিরাম বৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। যার জেরে কার্যত সপ্তাহের প্রথম দিনেই স্তব্ধ কলকাতা। অনেক রাস্তায় জল জমতে শুরু করে সকাল থেকে। কলকাতার আন্ডারপাসগুলো দ্রুত জলে ভরে যায়। সেখানেও ক্রমশ জলস্তর বাড়তে শুরু করে। ঝোড়ো হাওয়ার জেরে অনেক জায়গায় গাছ ভেঙে পড়ে সমস্যার সৃষ্টি হয়। রাস্তায় যানচলাচল বিঘ্নিত হয়। গাছ পড়ে গড়িয়াহাট, প্রিন্স আনোয়ার শাহ রোড সহ বিভিন্ন জায়গায়।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হওয়া নিম্নচাপর তার ক্ষমতা বাড়িয়েছে। তার জেরেই শুরু হয়েছে নাগাড়ে বৃষ্টি। কলকাতা সহ প্রবল বৃষ্টি হচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনার মত জেলাগুলিও রেহাই পায়নি। এই পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টা বজায় থাকবে বলেই পূর্বাভাস। বর্ষা খাতায় কলমে বিদায় নেয় ৮ অক্টোবর। সেই সময় সবে পার হয়েছে। তার আগে পুজো থেকে একের পর এক নিম্নচাপ, ঘূর্ণাবর্তের যে খেলা প্রকৃতি দেখাচ্ছে তাতে নাজেহাল আমজনতা।


এদিকে সোমবার হওয়ায় কপালে চিন্তার ভাঁজ আরও পুরু হয়েছে। পুজোর পর রাজ্য সরকারি দফতরগুলি এদিন খুলছে। খুলেছে স্কুলগুলিও। ফলে ছুটির আবহ ছেড়ে এদিনই প্রথম সম্পূর্ণ কর্মমুখর দিনে প্রবেশ করছে শহর। সেই দিনের সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, তাতে কাজ সব করে ওঠা বা সময়ে কর্মস্থলে পৌঁছনো নিয়ে সাতসকালেই চিন্তায় পড়েন শহরবাসী।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button