প্রবল বৃষ্টিতে গত সোমবার কলকাতা সহ আশপাশের জেলাগুলিকে ধুয়ে দেওয়ার পর এদিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ছেড়ে পশ্চিম প্রান্তে সরে গেল নিম্নচাপ। তাতে কলকাতায় এদিন সকাল থেকেই আকাশ পরিস্কার। রোদও উঠেছে। কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির প্রাবল্য বেড়েছে। গত সোমবার সন্ধের পার থেকে কার্যত কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টি কমে যায়। আকাশও পরিস্কার হতে শুরু করে। নিম্নচাপ সরে যেতে থাকে আরও পশ্চিম দিকে। যার জেরে সন্ধের পর থেকেই ধীরে ধীরে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে থাকে। সঙ্গে ছিল প্রবল ঝোড়ো হাওয়ার দাপট। সারারাত বৃষ্টি হয়। মঙ্গলবার সকালেও চলে নাগাড়ে বর্ষণ। একটানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত।
দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরে প্রবল বর্ষণে অনেক জায়গায় গাছ উপড়ে পড়ে। অনেক জায়গায় গত সোমবার রাত থেকেই বিদ্যুৎ নেই। অনেক জায়গায় জল জমে গেছে। দুর্গাপুর, আসানসোলের মত শিল্পাঞ্চল বৃষ্টি বিধ্বস্ত। ফলে কাজকর্ম লাটে উঠেছে। মানুষজন সকালের পরিস্থিতি বিবেচনা করে বাড়িতেই থেকে গেছেন। হাওয়া অফিস জানিয়েছে ক্রমশ নিম্নচাপটি পশ্চিম দিকে সরে যাচ্ছে। ফলে ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর ক্রমশ শক্তি হারাবে নিম্নচাপটি।