কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেও চলছে বৃষ্টি। বৃষ্টির জেরে ব্যাহত জনজীবন। হেমন্তের শীত শীত আমেজ শহরের বাইরে অনেক বেশি অনুভূত হয়। সেই সুন্দর আমেজ এদিন পুরোদস্তুর বর্ষার আবহে বদলে যায়। সপ্তাহের শুরুতেই আবহাওয়া দফতর জানিয়েছিল বঙ্গোপসাগরে মেঘ জমছে। নিম্নচাপের অবস্থা সৃষ্টি হচ্ছে। ফলে সপ্তাহের মাঝে বৃষ্টি নামতে পারে বাংলায়। হলও তাই। মঙ্গলবার রাত থেকেই আকাশ ছেয়ে গেল মেঘে। আর বৃষ্টি শুরু হল মধ্যরাত থেকে। প্রবল নয়, ঝিরঝিরে বৃষ্টি। কিন্তু এই বৃষ্টিতে রাজ্যের সব জেলাতেই স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত।
বৃষ্টি হচ্ছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। সর্বত্রই বৃষ্টি চলছে। ফলে রাস্তাঘাটে মানুষজন দরকার না থাকলে বার হননি। কাজের দিন। ফলে কর্মস্থলে পৌঁছনোতেও ব্যাপক সমস্যায় পড়তে হয় মানুষজনকে। তার বাইরে কেউ বার হননি। রাস্তায় গাড়িঘোড়াও কম। দোকানপাটও কম খুলেছে। এদিকে দেগঙ্গার মত ডেঙ্গি প্রভাবিত এলাকায় ফের বৃষ্টির জেরে আতঙ্ক ছড়িয়েছে।