Kolkata

আরও পড়ল পারদ, ক্রমশ আসর জমাচ্ছে শীত

শুক্র, শনি, রবি। পরপর ৩ দিনে কয়েক ডিগ্রি করে পড়ল কলকাতার পারদ। রবিবার তাপমাত্রা কমে হয়েছে ১৫‌.২ ডিগ্রি। এটাই এখনও পর্যন্ত শহরে এ মরসুমের শীতলতম দিন। এই পারদ পতন কিন্তু শহরবাসীকে বেজায় খুশি করেছে। একে ছুটির দিন। তার ওপর এমন রোদ ঝলমলে দিনে শীতের পরশ।

নভেম্বরের শেষ প্রান্তে এসে আবহাওয়া নিয়ে কার্যত মেজাজি শহরবাসী। এ বছর যেভাবে বর্ষা হয়েছে, তাতে আবহাওয়া নিয়ে জেরবার হতে হয়েছে রাজ্যবাসীকে। তাই শীতটা চুটিয়ে উপভোগ করতে কোমর বেঁধে তৈরি সকলে। আবহাওয়া দফতর অবশ্য জানাচ্ছে আপাতত বেশ কিছুদিন দু-এক ডিগ্রি কমা বাড়ার মধ্যেই ঘোরাফেরার করবে পারদ। তবে আমজনতার ধারণা যেভাবে দেশের উত্তরপ্রান্ত জুড়ে শীত জাঁকিয়ে বসেছে, তাতে সেখান থেকে ঠান্ডা হাওয়া ভেসে এলে এ রাজ্যে পারদ আরও নামতে পারে। ইতিমধ্যেই রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভাল ঠান্ডা পড়েছে। কলকাতাতেও এদিন ছাদ থেকে বারান্দা, ধুলো ঝেড়ে বার হওয়া লেপ, কম্বল থেকে সোয়েটার, শাল, সবই ব্যবহারের আগে রোদ পুহিয়েছে সারাদিন।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button