ডিসেম্বরেও বর্ষার আবহ। বাতাসে স্যাঁতস্যাঁতে ভাব। শীত উধাও। মেঘে মুখ ঢাকা আকাশে শ্রাবণের গন্ধ। কে বলবে অগ্রহায়ণের শেষ! আর পৌষ দরজায় কড়া নাড়ছে! নভেম্বরের শেষে যেভাবে পারদ নামছিল তাতে শহরবাসীর খুব আশা ছিল এবার বুঝি শীত লম্বা ইনিংস ব্যাটিং করবে। মানুষের একটা ধারণা আছে যেবার বৃষ্টি বেশি হয়, সেবার ঠান্ডাও জাঁকিয়ে পড়ে। যদিও এবার ডিসেম্বরের প্রথমার্ধ কেটে গেলেও নিম্নচাপ পিছু ছাড়ছেনা। একটানা প্রায় ৬ মাস ধরে বর্ষা চুটিয়ে ব্যাটিং করেও ক্ষান্ত হওয়ার নাম নিচ্ছে না। বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট গভীর নিম্নচাপ মুখ ঘুরিয়ে আপাতত ওড়িশা ও অন্ধ্রের উত্তরাংশ ভাসাচ্ছে। কিন্তু তাতেও রেহাই মিলছে না পশ্চিমবঙ্গের।
বৃহস্পতিবার থেকেই আকাশে মেঘের আনাগোনা শুরু হয়েছিল। যা শুক্রবার সকালে পুরু চাদরের আকার নেয়। সকাল থেকে একবারের জন্যও রোদের মুখ দেখা যায়নি। ভরা বর্ষার চেহারা নিয়ে আবহাওয়া মন খারাপ করেছে শহরবাসীর। শীতের মাত্র কয়েকটাই সপ্তাহান্ত চুটিয়ে উপভোগ করেন তাঁরা। একটু গরম পোশাক, একটু এধার ওধার ঘুরতে যাওয়া, মিঠে রোদ, কমলালেবুর গন্ধে মন ভরানো। কিন্তু সেসব অন্তত এ সপ্তাহের শেষে অসম্ভব বলেই ধরে নিয়েছেন তাঁরা। আবহবিদরাও একই কথা বলছেন। শীত তো পড়বেই না। বরং বাড়বে তাপমাত্রার পারদ। আর বৃষ্টি। হ্যাঁ, সেটাও নাকি হবে ঝিরঝির করে। আর আকাশে মেঘ তো থাকছেই।