শনিবার সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টিতে জেরবার শহরবাসী। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ ওড়িশাকে বিপর্যস্ত করলেও তার ছটা এসে পড়ল পশ্চিমবঙ্গে। ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গ। শীতের অলস ঘুম ভেঙে চোখ কচলাতে কচলাতে মহানগরবাসী দেখলেন কোথায় কুয়াশা, কোথায় শীতের ঠান্ডা উত্তুরে হাওয়া, সব কিছু ভ্যানিস করে গিয়ে বর্ষার বৃষ্টিতে কাবু কলকাতা। বৃষ্টি হয়েছে শহর লাগোয়া দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। আবহাওয়া দফতর জানিয়েছে বৃষ্টিতে তাপমাত্রা আগের দুদিনের তুলনায় সামান্য কমলেও তা কোনওভাবেই শীতের পূর্বাভাস নয়। বৃষ্টি বন্ধ হলে আকাশ পরিস্কার হয়ে রোদ উঠলে তাপমাত্রার পারদ নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কালো পিচ ভিজিয়ে কাদাটে করে, বাতাসে স্যাঁতসেঁতে ভাব এনে শীতকে বাউন্ডারির ওপারে ছিটকে ফেলেছে বর্ষার আবহাওয়া। সকাল থেকে এই পরিবেশে মুখ ভার শহরবাসীর। শনিবার, উইকএন্ড। অনেকেরই শীতের দিনটা কাটানোর প্ল্যানিং ছিল বাড়ির বাইরে ছুটির আমেজে। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে দিয়ে মেজাজ বেজার করে দেওয়া বৃষ্টি ছিনিয়ে নিল বাঙালির অতি প্রিয় শীতের একটা দিন।