টানা ৩ দিন মানুষকে নাজেহাল করে অবশেষে দুর্বল হল নিম্নচাপ। সরে গেল বাংলাদেশের দিকেও। ফলে সোমবার থেকেই মেঘ কেটে আকাশ পরিস্কার হতে শুরু করবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিও কমে যাবে। তবে আকাশ সোমবারটা হালকা মেঘলাই কাটতে পারে।
নিম্নচাপ দুর্বল হয়ে পড়লেও এখনই কিন্তু শীত পড়ছে না। এজন্য ২টি বিষয়কে সামনে রাখছেন আবহবিদেরা। এক নিম্নচাপের জেরে বাতাসে প্রচুর জলীয়বাষ্প ঢুকে পড়েছে। ফলে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে। যা আখেরে রুখে দেবে শীতের অনায়াস আগমন।
অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার জেরেও থমকে থাকবে শীত। যতক্ষণ না পশ্চিমী ঝঞ্ঝা মুক্ত হয়ে উত্তর ভারতের হিমালয় ঘেঁষা অঞ্চলগুলোতে বরফ পড়ছে, ততক্ষণ কনকনে ঠান্ডা হাওয়া রাজ্যে ঢুকবে না। ফলে শীতও জাঁকিয়ে পড়বে না। তবে আবহবিদদের আশা যা পরিস্থিতি তাতে চলতি সপ্তাহের শেষের দিকে শীত পড়ার একটা সম্ভাবনা রয়েছে।