অবশেষে বোধহয় প্রতীক্ষার শেষ। জাঁকিয়ে শীতের পূর্বাভাস নিয়ে রবিবার শহরের পারদ ১৫ ডিগ্রির নিচে নামল। এই মরসুমে যা এই প্রথম। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপের জেরে বাতাসে ঢুকে পড়া জলীয় বাষ্প অনেকটাই কমে গেছে।
অন্যদিকে উত্তুরে হাওয়ার পথে দ্বিতীয় বাধা হয়ে দাঁড়ানো পশ্চিমী ঝঞ্ঝাও কেটে গেছে। উত্তর ভারত জুড়ে প্রবল ঠান্ডা পড়েছে। এই সব কটি শর্তই রাজ্যে পারদ নামানোর অনুকূল। ফলে পড়ছে পারদ। এই অবস্থা বজায় থাকলে আগামী কয়েকদিনে শুধু ঠান্ডাই বাড়বে না, চুটিয়ে শীত উপভোগও করতে পারবেন শহরবাসী। কলকাতার পারদ পড়ার সঙ্গে সঙ্গে গোটা রাজ্য জুড়েই কনকনে ঠান্ডা জাঁকিয়ে বসেছে।