
জোড়া ঘূর্ণাবর্তের জেরে চলতি সপ্তাহে শীত বাড়ার বদলে কিছুটা কমে গিয়েছিল। বাতাসে হুহু করে ঢুকছিল জলীয় বাষ্প। ফলে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছিল। কিন্তু সেই জলীয় বাষ্প কয়েকদিনে অনেকটাই কেটে গেছে। ঘূর্ণাবর্তও সরেছে বাংলাদেশের দিকে। ফলে রাজ্যে তাপমাত্রার পারদ এবার নামতে শুরু করবে বলেই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
পৌষের বেশ কিছুদিন কেটে গেলেও জাঁকিয়ে ঠান্ডার দেখা নেই। তাই মন ভাল নেই রাজ্যবাসীর। বড়দিন সামনে। বাতাসে ছুটির গন্ধ মম করছে। সেখানে যদি ঠান্ডাটাই না পাওয়া গেল তাহলে আনন্দটা তো মাঠে মারা যাবে! তাই একটু ঠান্ডার আশায় বুক বাঁধছিলেন সকলে। সেই আশা এবার হয়তো পূর্ণ হতে চলেছে। কারণ আর কোনও প্রাকৃতিক বাধা সৃষ্টি না হলে আগামী ২-১ দিনের মধ্যে কলকাতা সহ গোটা রাজ্যের পারদ বেশ কিছুটা পড়বে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে বড়দিনের ছুটি আর তার আগের উইকএণ্ড চুটিয়ে উপভোগের জন্য তৈরি হতেই পারেন বঙ্গবাসী।