পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা করার প্রস্তাব পাশ হয়ে গেল বিধানসভায়। সোমবার রাজ্য বিধানসভায় এই প্রস্তাব পাশ করা হয়। নাম পরিবর্তনের বিরোধিতা করে শুরুতেই অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন কংগ্রেস বিধায়কেরা। এদিকে প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হন বাম ও বিজেপি বিধায়কেরা। অবশেষে ভোটাভুটি। ভোটাভুটিতে ১৮৯-৩১ ভোটে প্রস্তাবটি পাশ হয়ে যায়।
যে প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানো হচ্ছে সেখানে বাংলায় পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’, হিন্দিতে ‘বঙ্গাল’ ও ইংরাজিতে ‘বেঙ্গল’ করার কথা বলা হয়েছে। এদিন প্রস্তাব পাশ হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে ফোন করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে প্রস্তাব পাশের পর তা দ্রুত যাতে দিল্লিতে পাশ হতে পারে সে বিষয়ে দুজনের মধ্যে কথা হয়। এদিন বিরোধীরা বিধানসভায় এই প্রস্তাবের বিরোধিতা করেন। পরে এই বিরোধিতাকে ঐতিহাসিক ভুল বলে ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী।