বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নানকে হেনস্থা ও বিরোধী মহিলা বিধায়কের হেনস্থার প্রতিবাদে বাম-কংগ্রেস যৌথভাবে বিধানসভা চত্বরে নিজেদের বিক্ষোভ আন্দোলন অব্যাহত রেখেছে। এদিনও বাম-কংগ্রেস বিধায়কেরা বিক্ষোভে সামিল হন। স্লোগান দিতে দিতে এদিন মিছিল করে রাজ্যপালের কাছেও যান তাঁরা। তাঁদের আরও অভিযোগ যে বিধানসভায় তাঁদের বলতেই দেওয়া হচ্ছেনা। স্পিকারের বিরুদ্ধেও পক্ষপাতের অভিযোগ তোলেন তাঁরা। পাশাপাশি জানিয়ে দেন তাঁদের প্রতিবাদ চলবে। আর প্রতিবাদ হিসাবে তাঁরা এবারের বাজেট অধিবেশনটাই বয়কট করছেন। বাকি যে কদিন বাজেট অধিবেশন চলবে তাতে তাঁরা অধিবেশনে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন বলেও জানিয়ে দেওয়া হয়েছে।