সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। তারই প্রচারে এখন বিভিন্ন রাজ্যে সফর করছেন কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী মীরা কুমার। এদিন সেই প্রচারেই কলকাতায় হাজির হন তিনি। যান বিধানসভায়। কথা বলেন বিধানসভায় শাসক ও বিরোধী দলের বিধায়কদের সঙ্গে। মীরা কুমারের সঙ্গে সবসময়ে ছিলেন কংগ্রেস বিধায়কেরা। ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, বিধানসভায় বিরোধী দলনেতা আবদুল মান্নান সহ অন্যান্য নেতারা। এদিন বাম বিধায়কদের সঙ্গে প্রথমে দেখা করেন মীরা কুমার। পরে দেখা করেন তৃণমূল বিধায়কদের সঙ্গেও। বেশ কিছুক্ষণ অধ্যক্ষের ঘরেও কাটান। ঘরোয়াভাবে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের মাটিকে সংগ্রামীদের মাটি বলে ব্যাখ্যা করেন। যেখান থেকে তিনি শক্তি পান। তিনি সকলকে মনের কথা শুনে, দেশের সামগ্রিক স্বার্থে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রয়োগের আহ্বান জানান। দেশের সামগ্রিক অখণ্ডতা বজায় রাখার কথাও মাথায় রাখার আবেদন জানান তিনি। প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনে মীরা কুমারকে ভোটদানের কথা ইতিমধ্যেই পরিস্কার করে দিয়েছেন তৃণমূল ও বাম বিধায়কেরা।