পাহাড়ে আগুন লাগিয়ে এখানে ভোট দিতে এসেছেন? প্রশ্নটা বেশ জোরেই করেন তৃণমূল বিধায়ক পরেশ পাল। বিধানসভায় তখন চলছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদান। লাইন দিয়ে দাঁড়িয়ে সাংসদ, বিধায়কেরা। সেই লাইনেই দেখা মিলল মোর্চার ৩ বিধায়কের। তাঁদের দেখেই তেলেবেগুনে জ্বলে ওঠেন বেলেঘাটার বিধায়ক পরেশ পাল। একরকম তেড়ে যান তাঁদের দিকে। পাল্টা মোর্চা বিধায়ক অমর রাই চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন পাহাড়ে গিয়ে এটা বলে দেখান পরেশ পাল। এরপর তাঁর ক্ষোভ গিয়ে পড়ে বিজেপি বিধায়ক তথা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের ওপর।
পরেশবাবুর দাবি দিলীপ ঘোষই এই ৩ মোর্চা বিধায়ককে সঙ্গে করে নিয়ে এসেছেন। দিলীপবাবুর দিকে তেড়ে গিয়ে পরেশ পাল বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের দয়া করে এই রাজ্যে থাকতে দিয়েছেন। নেহাত তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোক। না হলে ‘সবক’ শিখিয়ে দিতেন বলেও হুমকি দেন পরেশ পাল। আচমকা এমন কাণ্ডে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার লবি। পরেশ-দিলীপ বিতণ্ডায় অনেককেই মুখ টিপে হাসতেও দেখা যায়।