বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিনেও বিরোধীদের হৈ হট্টগোলে উত্তপ্ত রইল অধিবেশন কক্ষ। গত বুধবার দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব এনেছিল বিরোধী বাম-কংগ্রেস। এদিন কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ করে সে বিষয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব আনেন বাম, কংগ্রেস বিধায়কেরা। স্পিকার তাঁদের দাবি খারিজ করে দিলে বাম ও কংগ্রেস বিধায়কেরা বেশ কিছুক্ষণ ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। পরে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন তাঁরা। বেরিয়ে এসে বিধানসভা চত্বরে মিছিল করে, স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান বিরোধী বিধায়কেরা। উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর।
এদিনই শেষ হল রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। বিরোধীদের অভিযোগ, অধিবেশনে তাঁদের কোনও বিষয়ে আলোচনার সুযোগই দিলনা রাজ্য সরকার।