বিধানসভার অধিবেশন ২ দিন বন্ধ রাখার কথা মঙ্গলবার ঘোষণা করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রাজ্যপাল কোনও বিল সই না করায় আলোচনার জন্য আগামী ২ দিনে কোনও বিষয় নেই। তাই ২ দিন সভার কাজ মুলতুবি থাকবে। অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন মুলতুবি থাকবে। ফের শুক্রবার বিধানসভা বসবে। এমন ঘটনা এর আগে কখনও বিধানসভায় ঘটেনি বলে জানিয়ে এই সিদ্ধান্তের প্রতিবাদ করেন বিরোধীরা।
রাজ্য-রাজ্যপাল সংঘাত এবার বিধানসভাতেও ঢুকে পড়ল বলে মনে করছেন সকলে। সেই যে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ছাড়াতে নিজে হাজির হয়েছিলেন রাজ্যপাল, সেখান থেকে শুরু করে রাজ্য সরকারের সঙ্গে তাঁর সংঘাত বেড়েই চলেছে। রাজ্যপালও অনেক সময় সরাসরি রাজ্য সরকারের সমালোচনা করছেন। অন্যদিকে মন্ত্রীরাও রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুলছেন। কিন্তু তার প্রভাব যে বিধানসভায় পড়তে পারে তা বোধহয় কেউ ভাবতে পারেননি।
বিরোধী কংগ্রেস ও সিপিএম এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছে। কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী ও সিপিএম-এর বিধায়ক সুজন চক্রবর্তী এই সিদ্ধান্তের প্রতিবাদ করে সাংবাদিক সম্মেলন করে বলেন আলোচনার জন্য ইস্যুর অভাব ছিলনা। তা সত্ত্বেও বিধানসভার অধিবেশন ২ দিন স্থগিত করা হল। এটা বেনজির ঘটনা। রাজ্য সরকার প্রশ্নোত্তরকে ভয় পাচ্ছে বলেও দাবি করেন সুজন চক্রবর্তী।