বিধানসভায় ধুন্ধুমার, সাসপেন্ড শুভেন্দু অধিকারী সহ ৫ বিজেপি বিধায়ক
বিধানসভায় এদিন ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। ওয়েলে নেমে প্রতিবাদের সময় তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক বিধায়ক হাসপাতালে ভর্তি।
বগটুই কাণ্ড নিয়ে সরব বিজেপি। ইতিমধ্যেই সেই ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে। গ্রামে চলছে পোড়া বাড়ি থেকে নমুনা পরীক্ষা, সংগ্রহ এবং ছবি তোলা। এরমধ্যেই এদিন বিধানসভায় সব আলোচনা সরিয়ে রেখে বগটুই কাণ্ড নিয়ে আলোচনার দাবি করেন বিজেপি বিধায়কেরা। ওয়েলে নেমে বিক্ষোভে শামিল হন তাঁরা।
বিজেপি বিধায়কেরা বিক্ষোভে শামিল হওয়ার পর সেখানে নেমে আসেন তৃণমূল বিধায়কেরাও। এক হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করলেও ২ পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
পরিস্থিতি সামাল দিতে মার্শালকে ডাকা হয়। হাতাহাতির জেরে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার আহত হন বলে জানা গিয়েছে। তাঁর নাক ফেটে যায়। ফিরহাদ হাকিম তাঁকে নিয়ে হাসপাতালে যান।
অসিত মজুমদারের দাবি, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ঘুষিতে তাঁর নাক ফাটে। পাল্টা বিজেপি বিধায়কদের দাবি তাঁদের ওপর চড়াও হয়ে মারধর করেছেন তৃণমূল বিধায়কেরা।
বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার দাবি, তাঁকে ঘুষি মারা হয়। জামাও ছিঁড়ে দেওয়া হয়। সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বিজেপি বিধায়কেরা বিধানসভা থেকে ওয়াকআউট করেন। শুভেন্দু অধিকারী দাবি করেন, পুলিশের কিছু কর্মীকে সিভিল ড্রেসে বিধানসভায় ঢুকিয়ে বিজেপি বিধায়কদের মারধর করা হয়।
এই ঘটনায় এদিন ৫ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, দীপক বর্মা, নরহরি মাহাতো ও শঙ্কর ঘোষ। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সাসপেন্ড হলেও তাঁরা বিধানসভায় এসে লবিতে নকল বিধানসভা বসিয়ে প্রতিবাদে শামিল হবেন।