
সোমবার শেষ হচ্ছে বিধানসভার অধিবেশন। তাই শেষ দিনে সব বিধায়ককে উপস্থিত থাকতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের কথা এদিন আনুষ্ঠানিকভাবে জানান তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সোমবার বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট আলোচনা। আলোচনায় উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র দফতরকে নিজের হাতে রাখা মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পাশাপাশি ওইদিন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবেই উপস্থিত থাকবেন তিনি। এই আলোচনায় সকলের উপস্থিত চাইছেন তিনি। তৃণমূল সরকার দ্বিতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতায় আসার পর এটাই ছিল প্রথম বিধানসভা অধিবেশন। রাজ্যপালের ভাষণের ওপর আলোচনার পর রাজ্য বাজেটই ছিল এই অধিবেশনের মূল বিষয়।