বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসাবে কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়ার নাম ঘোষণা করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। যদিও বিরোধী দলনেতার পক্ষ থেকে অধ্যক্ষের কাছে চিঠি দিয়ে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর নাম প্রস্তাব করা হয়েছিল। তা সত্ত্বেও সেই চিঠিকে গুরুত্ব না দিয়ে অধ্যক্ষ প্রথা ভেঙেছেন বলে এদিন দাবি করেন কংগ্রেস বিধায়কেরা। অধিবেশন কক্ষের মধ্যেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। পরে তাঁরা প্রতিবাদে ওয়াকআউট করেন। কংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়ে বিধানসভা অধিবেশনের শেষ দিনে ওয়াকআউট করেন বাম বিধায়কেরাও। বিধানসভা চত্বরে এনিয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। প্রতিবাদ সরব হয়ে দীর্ঘক্ষণ শ্লোগানও দেন দুই দলের বিধায়কেরা। বিধানসভার রীতি হল পিএসির চেয়ারম্যান হিসাবে বিরোধী দলের কোনও বিধায়ককেই বেছে নেওয়া হয়। প্রধান বিরোধী দল কংগ্রেসের তরফে যে তালিকা পাঠান হয়েছিল তাতে সুজন চক্রবর্তীর নাম ছিল। বিরোধী দলনেতা আবদুল মান্নানের দাবি, পরে কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে কথা বলে ঠিক হয় সুজন চক্রবর্তীর নাম। তারপরই তা চিঠি দিয়ে অধ্যক্ষকে জানিয়ে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও এদিন মানস ভুঁইয়ার নাম ঘোষণায় তিনি অবাক। এটা বিধানসভার রীতি বিরুদ্ধ কাজ বলেও দাবি করেন আবদুল মান্নান। এদিকে এদিন সুজন চক্রবর্তীর নাম ঘোষণার সম্ভাবনা সামনে আসার পর মানস ভুঁইয়া দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। তারপরই বিধানসভায় পিএসির চেয়ারম্যান হিসাবে মানস ভুঁইয়ার নাম ঘোষণা করেন অধ্যক্ষ।
Read Next
Kolkata
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
October 29, 2024
আকাশে মেঘের আনাগোনা, কালীপুজো কি বৃষ্টিতে ভাসবে, মিলল পূর্বাভাস
October 16, 2024
আকাশে মেঘ, কোজাগরী লক্ষ্মীপুজো কি বৃষ্টিতে ভাসবে, কি বলছে আবহাওয়া দফতর
October 9, 2024
আরও বেশি শক্তিশালী হল ভারতীয় নৌসেনা, সৌজন্যে বাংলার সংস্থা
Related Articles
Leave a Reply