কাজে গাফিলতি পেলে প্রশাসনিক কর্তাদের যে বিন্দুমাত্র রেয়াত করা হবে না তা আগেই জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। আর তা যে নির্বিষ হুঁশিয়ারি ছিল না তা এদিন হাড়ে হাড়ে টের পেলেন ডিএম, এসপি থেকে ওসি, আইসিরা। এদিন কর্তব্যে গাফিলতির অভিযোগে হুগলির জেলাশাসককে বদলির নির্দেশ দেয় কমিশন।
পাশাপাশি মালদা, বর্ধমান, নদিয়া ও দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারকেও বদলির নির্দেশ দিয়েছে তারা। কমিশনের রদবদলের কোপে পড়েছেন কান্দি ও বনগাঁর এসডিপিও এবং মালদা সদরের এসডিও। ছাড় পাননি বিভিন্ন থানার ভারপ্রাপ্ত ২৪ জন ওসি এবং আইসি। কমিশনের নির্দেশে বর্ধমানের নতুন এসপি হয়েছেন গৌরব শর্মা। মালদার নতুন এসপি সৈয়দ ওয়াকার রেজা। নদিয়ার নতুন এসপি শিশরাম ঝাঝারিয়া ও দক্ষিণ দিনাজপুরের নতুন এসপি হয়েছেন রশিদ মুনির খান। হুগলির জেলাশাসকের দায়িত্বে আসছেন মুক্তা আর্য। পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকরা ছাড়াও এদিন কলকাতা উত্তর ও দক্ষিণ কেন্দ্রের নির্বাচনী অফিসারকেও বদলি করা হয়েছে। কমিশনের নির্দেশ শুক্রবার থেকেই কার্যকর হবে।