
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে কংগ্রেস প্রার্থী নিয়ে যাবতীয় জটিলতার অবসান। ওই কেন্দ্রে দীপা দাশমুন্সিকেই প্রার্থী করছে কংগ্রেস। ওই কেন্দ্রে প্রার্থী হিসাবে দীপার নামেই সায় দিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। প্রথমে ওই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসাবে দাঁড়ানোর ব্যপারে উৎসাহ দেখিয়েছিলেন ওমপ্রকাশ মিশ্র। নাম চূড়ান্ত হওয়ার আগেই ওই কেন্দ্র কয়েকটি মিছিল করে ফেলেন তিনি। দীপার নাম নিয়ে কানাঘুঁষো শোনা গেলেও ওই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনিই প্রার্থী হচ্ছেন বলে আত্মবিশ্বাসীও ছিলেন ওমপ্রকাশ। কিন্তু শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষত কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর ইচ্ছা মেনে ওই কেন্দ্রে প্রার্থী হলেন দীপা দাশমুন্সি।