
নির্বাচন কমিশনের ওপর চাপ বজায় রাখার প্রক্রিয়া চালু রাখল তৃণমূল। শুক্রবার নির্বাচন কমিশনে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ জানিয়ে আসার পর এদিন একই অভিযোগ নিয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করেন মুকুল রায়। স্বরাষ্ট্রসচিবকে দলের তরফে নির্দিষ্ট অভিযোগ সম্বলিত একটি স্বারকলিপি জমা দিয়ে আসেন তিনি। শুক্রবার মুকুলবাবুর নেতৃত্বে তৃণমূলের একটি প্রতিনিধদল রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ জানিয়ে আসে। রাজ্যে একের পর এক তৃণমূল কর্মী খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মুকুলবাবু রাজ্য নির্বাচন আধিকারিককে সাফ জানিয়ে আসেন আগামী দিনে আর একজন তৃণমূল কর্মী খুন হলে সেই মৃতদেহ নিয়ে কমিশনের অফিসের সামনে ধর্নায় বসবেন তাঁরা।