
রাহুল গান্ধীকে খোকাবাবু বলে কটাক্ষ করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বামেদের নম্বর দিতেই রাহুলের বাংলায় আসা বলে দাবি করেন পার্থবাবু। এদিন রাজ্যে প্রথম দফার প্রচারে এসে তিনটি সভা করেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। কুলটি, দুর্গাপুর ও বাঁকুড়ায় সভা করেন তিনি। এদিন বক্তব্য রাখার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মিশে যান রাহুল। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ব্যারিকেড টপকে রাহুলকে এদিন ভিড়ে মিশে যেতে দেখা গেছে। আচমকা ভিড়ে মিশে যাওয়া, মানুষের সঙ্গে হাত মেলাতে ব্যারিকেডের জন্য বাঁধা বাঁশের ওপর দাঁড়িয়ে পড়ার জেরে রাহুলের সুরক্ষা নিয়ে হিমশিম খেতে হয় নিরাপত্তা কর্মীদের। এদিন রাহুলের তিনটি সভায় কংগ্রেসের সঙ্গে সঙ্গে পতাকা হাতে বাম দলগুলির উপস্থিতিও ছিল নজরকাড়া।