State

প্রথম দিনেই আক্রান্ত সংবাদমাধ্যম

প্রথম দফার প্রথম দিনেই আক্রান্ত সংবাদমাধ্যম। অভিযোগের তির তৃণমূলের দিকে। জঙ্গলমহলের ১৮টি কেন্দ্রে সোমবার সকাল থেকেই শুরু হয় ভোটগ্রহণ পর্ব। অভিযোগ, শালবনিতে বেলার দিকে ভোটগ্রহণের ছবি তুলতে গেলে আচমকাই কয়েকটি সংবাদ মাধ্যমের সাংবাদিক ও চিত্র সাংবাদিকের ওপর চড়াও হয় তৃণমূলের কর্মী সমর্থকরা। বেধরক মারধর করা হয় একাধিক সংবাদমাধ্যমের সাংবাদিককে। কেন্দ্রীয় বাহিনীর সামনেই এদিনের পুরো ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ আক্রান্ত সাংবাদিকদের। এমনকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে সাংবাদিকরা সাহায্য চাইলে বাহিনী নিরব দর্শকের ভূমিকা পালন করে বলেও দাবি নিগৃহীতদের। পরে সবাই পালাতে সক্ষম হলেও একজন সাংবাদিককে তখনও মারধর চলতে থাকে। তারপর থেকে ওই সাংবাদিকের আর কোনও খোঁজ পাওয়া যায়নি বলে দাবি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের। ঘটনার পরেই কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটের বেশ কিছু দিন আগে থেকেই নির্বাচন কমিশনের সক্রিয়তা মানুষের মনে ভরসা জুগিয়েছিল। রাস্তাঘাটে কাজ করতে যাওয়া সাংবাদিকরাও নিশ্চিন্তে কাজের ভরসা পাচ্ছিলেন। সেই স্বস্তিতে কিছুটা হলেও ভাটা পড়ল এদিন।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button