হাওড়ায় বিজেপি কর্মিসভায় হাতাহাতির ঘটনায় ৩ স্থানীয় নেতাকে বহিষ্কার বিজেপি হাইকমান্ড। বহিষ্কৃত নেতারা হলেন উমেশ রাই, বিশাল জয়সওয়াল ও বিনয় আগরওয়াল। তাদের ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। এরা প্রত্যেকেই হাওড়া উত্তরে বিজেপি প্রার্থী হিসাবে রূপা গঙ্গোপাধ্যায়কে মেনে নিচ্ছিলেন না। রবিবার রূপা গঙ্গোপাধ্যায়ের কর্মিসভা কার্যত রণভূমির চেহারা নিয়েছিল। হাওড়া গোলাবাড়ি থানা এলাকার শ্যামনগরে কর্মিসভা চলাকালীনই বিজেপির দুই গোষ্ঠীর কর্মীদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। রূপা গঙ্গোপাধ্যায়ের সামনেই চলে দেদার হাতাহাতি। বিজেপির দুই স্থানীয় নেতা বিবেক সোনকার ও উমেশ রাই গোষ্ঠীর মধ্যে মারামারিতে বিবেক সোনকার সহ কয়েকজন বিজেপি কর্মী গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, উমেশ রাই হাওড়া উত্তর থেকে বিজেপি প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্ত তাঁকে টিকিট না দিয়ে বিজেপি হাইকমান্ড রূপা গঙ্গোপাধ্যায়কে এই কেন্দ্রের টিকিট দেয়। তারপর থেকেই উমেশ রাই ঘনিষ্ঠ মহলে ক্ষোভ উগরে দিচ্ছিলেন। রবিবার সেই ক্ষোভই প্রকাশ্যে এসে পড়ে।
Leave a Reply