
বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রথম দিনের ভোটপর্ব মিটতেই ফের আশান্ত রাজ্য। বীরভূমের লাভপুরে সিপিএমের মিছিলে হামলার অভিযোগ ওঠে। তৃণমূল কর্মীরা এই হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় চারজন সিপিএম কর্মী আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন স্থানীয় সিপিএম নেতৃত্ব। লাভপুর থানার ওসিকে সরানোর দাবিও তুলেছেন তাঁরা। যদিও সিপিএমের মিছিলে হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিন চন্দ্রকোণা রোডেও সিপিএম ও তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দু’দলেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তৃণমূলের ২ কর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।