
তিনি সূর্যকান্ত মিশ্র নন। তাঁর দলের যে ক’জন শহিদ হয়েছেন তার বদলা নেওয়া হবে। বিন্দুতে বিন্দুতে নেওয়া হবে। লাভপুরের জনসভা থেকে এমনই হুংকার দিলেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম। সেলিমের গলায় বদলার সুরে যদিও সুর মেলাতে রাজি নয় কংগ্রেস। তাদের তরফে সাফ জানান হয়েছে বদলার রাজনীতিতে তাঁরা বিশ্বাসী নন। এদিকে সিপিএমের এই হুমকির প্রত্তুত্তর দিয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মহম্মদ সেলিমকে খোলাখুলি চ্যালেঞ্জ ছুঁড়ে অনুব্রতর দাবি, ক্ষমতা থাকলে বদলা নিয়ে দেখান সিপিএম সাংসদ।