
অসহ্য গরমের প্রভাব পড়ল ভোটে। জামুরিয়ার কেন্দা হাইস্কুলে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার সময় গরমে এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন। তখনই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা হলেও পথেই তাঁর মৃত্যু হয়। এক পোলিং অফিসারেরও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর মিলেছে। পশ্চিমাঞ্চলের তাপমাত্রার পারদ ৪০ টপকেছে। সেখানে প্রবল গরমে অনেক বুথেই ঠায় রোদ মাথায় করে লাইনে দাঁড়াতে হয় ভোটারদের। নির্বাচন কমিশনের তরফে ছাউনির ব্যবস্থা করা উচিত ছিল বলে দাবি করেছেন অনেকে। এদিকে পশ্চিমাঞ্চলে এদিন তাপমাত্রা ৪৩ থোকে ৪৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে বলেই পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। হয়েছেও তাই। সঙ্গে ছিল তাপপ্রবাহ। এদিকে বাঁকুড়ার ওন্দায় তাপমাত্রার পারদ প্রায় ৪৬ ছুঁয়েছে। গরমের জেরে এখানে সকাল থেকেই বুথ ফাঁকা। বুথে ভোটকর্মী ও বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর প্রহরা থাকলেও বুথে কোনও ভোটারের দেখা মেলেনি।