
পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তার কাছে প্রথম দফার দ্বিতীয় দিনের ভোটের রিপোর্ট তলব করলেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি। সূত্রের খবর, দ্বিতীয় দিনের ভোট নিয়ে খুশি নন জাইদি। যে হাজারের ওপর অভিযোগ নির্বাচন কমিশনের ঘরে জমা পড়েছে তা নিয়ে কমিশনের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চেয়েছেন জাইদি। এদিন তাদের এজেন্টকে মারধর করার অভিযোগ করে কমিশনের দ্বারস্থ হয় কংগ্রেস। কমিশনে অভিযোগ জমা দেয় তারা। কংগ্রেসের তরফে প্রদীপ ভট্টাচার্য সুনীল গুপ্তার কাছে অভিযোগ জানিয়ে আসেন। এদিকে প্রথম দফার প্রথম দিনের পর এদিনও বেশ কিছু জায়গায় ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর নিস্ক্রিয়তার অভিযোগ উঠেছে।