
ভোট পরবর্তী হিংসায় উত্তেজনা ছড়াল পাণ্ডবেশ্বর, দাঁতন, জামুরিয়ায়। অভিযোগ পাণ্ডবেশ্বর ও দাঁতনে সোমবার ভোট শেষ হওয়ার পরই সিপিএম সমর্থকদের বাড়িতে ভাঙচুর চালান হয়। অভিযোগের তির তৃণমূলের দিকে। রাতে জামুরিয়ার সত্তর গ্রামেও চলে ভাঙচুর। অভিযোগ রাতের পর এদিন সকালেও গ্রামে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বেশ কয়েকটি বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। চলে বাড়ি ভাঙচুর। আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়েছেন বাসিন্দারা। সত্তর গ্রামের প্রায় সব পরিবারই সিপিএম সমর্থক। সিপিএম সমর্থক হওয়াতেই তাদের ওপর এই হামলা বলে দাবি করেছেন গ্রামে পড়ে থাকা কয়েকজন মহিলা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিন খড়দহ সহ একাধিক জায়গায় সিপিএমের পার্টি অফিসে ভাঙচুরের ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছে বামেরা। এই অভিযোগও অস্বীকার করেছে তৃণমূল।