
কানাঘুষো শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। অবশেষে তা সত্যি করে দেখাল নির্বাচন কমিশন। কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিল তারা। রাজীব কুমারের জায়গায় নতুন পুলিশ কমিশনার করা হচ্ছে সৌমেন মিত্রকে। সৌমেনবাবু বর্তমানে এডিজি সিআইডি পদে রয়েছেন। সূত্রের খবর, তাঁদের সিদ্ধান্তের কথা কমিশনের পক্ষ থেকে নবান্নকে জানিয়েও দেওয়া হয়েছে। বেশ কিছুদিন ধরেই রাজীব কুমারের বিরুদ্ধে শাসক দলের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠছিল। নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে অভিযোগ করেছিলেন বিরোধীরা। রাজীব কুমারের অপসারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিরোধী শিবির।