
তৃণমূল প্রার্থীর ওপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের নন্দনপুরে। বুধবার সকালে প্রচার চলাকালীন তৃণমূল প্রার্থী সত্যেন রায়ের ওপর হামলা হয়। তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয়। প্রার্থীর ওপর হামলা হতে দেখে রুখে দাঁড়ান তাঁর সমর্থকরা। দু’পক্ষে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় বোমাবাজিও চলে। সংঘর্ষ চলাকালীন গুলি চলেছে বলেও অভিযোগ। সংঘর্ষে ৪ জন জখম হয়েছেন। ২ তৃণমূলকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। অবস্থা সামাল দিতে পুলিশের সঙ্গে গ্রামে কেন্দ্রীয় বাহিনীও উপস্থিত হয়। সংঘর্ষ থামলেও দিনভর গ্রামে উত্তেজনা ছিল। এদিকে সত্যেন রায় এই ঘটনার জন্য সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের দিকেই আঙুল তুলেছেন। যদিও সিপিএমের তরফে এই ঘটনায় তাঁদের যুক্ত থাকার কথা অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, ওই অঞ্চলে সিপিএমই সন্ত্রস্ত অবস্থায় রয়েছে। বরং গোটা ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে দাবি করেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতা নরুল ইসলাম ও সত্যেন রায়ের মধ্যে গণ্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বিরোধিরা।