
নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শো-কজ করল নির্বাচন কমিশন। এদিন সকালে নির্বাচন কমিশনার নাসিম জাইদি সহ কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় হাজির হন। বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। পরে সাংবাদিক সম্মেলনে জাইদি জানান, আসানসোলে একটি নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলকে আলাদা জেলার মর্যাদা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। যা নির্বাচনী বিধিভঙ্গ বলেই মনে করছে কমিশন। এ ব্যাপারেই তাঁকে শো-কজ করে তারা। সেইসঙ্গে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জাইদি। এছাড়া ভোট পরবর্তী হিংসার কড়া হাতে মোকাবিলারও আশ্বাস দেন জাইদি। এদিকে কমিশনের শো-কজকে এদিন কার্যত গুরুত্বই দিতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা কমিশনে চাপ দিয়ে এসব করাচ্ছে বলে দাবি করেন তিনি। এমন ৪০টা চিঠি পাঠিয়েও কিছু করা যাবে না বলে এদিন সাফ জানিয়েছেন তৃণমূল নেত্রী।