
বিকেলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সভা। তার আগে শুক্রবার সকালে তাঁর সভার জন্য বাঁধা সভামঞ্চের তলা থেকে উদ্ধার হল বোমা। ঘটনায় উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের সালারের কাজিপাড়ায়। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার বিকেলে অধীর চৌধুরীর সভা থাকায় কাজিপাড়ার সভামঞ্চের নিরাপত্তা খতিয়ে দেখার কাজ চলছিল। সেইসময় মঞ্চের তলা থেকে একটি ব্যাগে রাখা চারটি তাজা বোমার সন্ধান মেলে। এই ঘটনার শাসক দলের দিকেই আঙুল তুলেছেন অধীরবাবু। বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনে নালিশ জানাবেন বলেও জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।