আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। মঙ্গলবার বিধানভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী প্রথম দফায় ৭৫ জনের তালিকা প্রকাশ করেন।
এই তালিকা দিল্লিতে পাঠানো হবে। সেখানে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের শিলমোহর পাওয়ার পরই এই তালিকা স্বীকৃতি পাবে। বামেদের সঙ্গে সমঝোতা নিয়ে এদিন কোনও রাখঢাকের রাস্তায় হাঁটেননি অধীরবাবু। এই প্রক্রিয়ায় তাঁদের তরফে কোনও লুকোচুরি নেই বলেই দাবি করেন তিনি। সেইসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক মোকাবিলা শক্তিশালী করতেই হরিহরপাড়া, ডোমকলের মত জায়গাগুলিতে বামেদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে বলে জানিয়েছেন সাবধানী অধীর চৌধুরী। সাকুল্যে ১০০টি আসনে তাঁরা লড়তে চান বলেও খোলাখুলি জানিয়েছেন তিনি।
এদিকে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র নিজেই তদ্বির করেছেন বলে জানান কংগ্রেস সভাপতি। ওমপ্রকাশের ইচ্ছা মেনে ভবানীপুর কেন্দ্রের জন্য ওমপ্রকাশের নাম কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে বলেও এদিন নিশ্চিত করেছেন অধীরবাবু।