
কমিশনের কাছে তৃণমূলের হয়ে সওয়াল করে এলেন তৃণমূলপন্থী বিদ্বজ্জনেরা। দলে ছিলেন কবি সুবোধ সরকার, অর্থনীতিবিদ অভিরূপ সরকার, গায়ক প্রতুল মুখোপাধ্যায়, লেখক নৃসিংহপ্রসাদ ভাদুড়ি সহ আরও অনেকে। তাঁদের দাবি, দু’ একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণ। যেটুকু ঝামেলা হয়েছে তা স্কুলের খেলার মাঠেও হয়ে থাকে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শো-কজ করা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। এদিকে তৃণমূলের হয়ে সওয়াল করার জন্য শাসক বিরোধী বিদ্বজ্জনেদের একাংশের কটাক্ষের শিকার হয়েছেন এদিন কমিশনে নালিশ জানিয়ে আসা বিদ্বজ্জনেরা।