
বুথে রিগিং করতে মদত দেওয়ার অভিযোগে ময়ূরেশ্বরের ৩০ নং বুথের প্রিজাইডিং অফিসারকে কার্যত তুলোধোনা করলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। অভিযোগ প্রিজাইডিং অফিসারের দিকে আঙুল উঁচিয়ে তেড়ে যান তিনি। লকেটের অভিযোগ প্রিজাইডিং অফিসারের মদতেই ছাপ্পা ভোট চলছে, সকলে অভিযোগ করছেন, কিন্তু প্রিজাইডিং অফিসার তা মানতে চাইছেন না। রীতিমত টেবিল চাপড়ে প্রিজাইডিং অফিসারকে ধমকাতে দেখা যায় লকেটকে। তাঁর রোষ থেকে বাদ যাননি অন্য ভোটকর্মীরাও। তাঁর হাতে আসা পুরো ফুটেজ তিনি দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরেরও পাঠাবেন বলে জানিয়ে যান বিজেপি প্রার্থী। এদিকে একজন ভোটকর্মীকে বুথে ঢুকে এভাবে ধমক দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে। এভাবে বুথের মধ্যে ঢুকে ভোটকর্মীদের ধমকানোর অধিকার একজন প্রার্থীর আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গেছে। লকেটের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তাঁরা। এই ঘটনার পর মল্লারপুরের একটি বুথে লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তাঁর বিরুদ্ধে ভোটারদের বুথে ঢুকে প্রভাবিত করার অভিযোগ করেন তৃণমূল কর্মীরা।