
ফের রাজ্যে নির্বাচনী প্রচারে এসে তৃণমূলকে তুলোধোনা করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। এদিন মুর্শিদাবাদের কান্দির সভায় তৃণমূলের বিরুদ্ধে প্রচারের তিনটি প্রধান হাতিয়ার সারদা, নারদ ও সেতু বিপর্যয়, সবকটিকেই সুকৌশলে কাজে লাগিয়েছেন রাহুল। এমনকি ২০১১ তে তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বাঁধা তাঁদের ভুল হয়েছিল বলেও এদিন দাবি করেন রাহুল। সেতু বিপর্যয়ে নিচু মানের জিনিস দেওয়ার পিছনে তৃণমূলনেত্রীর কাছের লোক জড়িত বলেও দাবি করেছেন তিনি। এদিন দুর্নীতি ইস্যুতেও মমতাকে বিঁধেছেন রাহুল। শুধু মমতা নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এদিন একহাত নিয়েছেন তিনি। মেক ইন ইন্ডিয়া ও কালো টাকা ইস্যুতে মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেন কংগ্রেস সহ-সভাপতি।