Kolkata

উত্তর দিতে হবে মমতাকেই, জানাল কমিশন

Mamata Banerjeeমুখ্যসচিব নয়, শো-কজের জবাব দিতে হবে তৃণমূল নেত্রীকেই। এদিন একথা নবান্নকে সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন। আসানসোলে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে শো-কজ করে নির্বাচন কমিশন। সরকারি প্যাডে সেই শো-কজের উত্তর পাঠান মুখ্যসচিব। তা নিয়ে রাজ্যে প্রচারে এসে তোপও দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই এদিন কমিশনের তরফে সাফ জানান হয়, তাঁরা সরকারের প্রধানকে নয়, তৃণমূল নেত্রীকে জবাব তলব করে চিঠি পাঠিয়েছিলেন। যদিও কমিশনকে শো-কজের জবাব নিয়ে এদিন ফের একহাত নিয়েছেন মমতা। নির্বাচনী জনসভায় কমিশনকে তোতাপাখির সঙ্গে তুলনা করেন। মুখ্যসচিব তাঁর হয়ে জবাব দিতেই পারেন বলেও দাবি করেন মমতা।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button