
উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় সোমবার রাতে আক্রান্ত হলেন এক সিপিএম কর্মী। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে গেলে চিকিৎসকরা তাঁকে কলকাতায় আনার পরামর্শ দেন। রাতেই তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। এদিকে নদিয়ার শান্তিপুরে সোমবার রাতে প্রচার সেরে বাড়ি ফেরার পথে কংগ্রেস প্রার্থী অরিন্দম ভট্টাচার্যের ওপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়ায়। তাঁর গাড়ির ওপর হামলা হয়। ভাঙচুর করা হয় গাড়িটি। এদিকে জোট প্রার্থীর ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে মঙ্গলবার সকালে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করেন বাম ও কংগ্রেস কর্মীরা। এই ঘটনায় তৃণমূল কর্মীদের দিকেই আঙুল তুলেছেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি পুলিশের মদতেই তৃণমূল কর্মীরা কংগ্রেস প্রার্থীর ওপর হামলা চালায়। ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তিপুর থানার ওসি পার্থ রায়কে অপসারিত করেছে নির্বাচন কমিশন।