রাস্তায় দেখা হল। কিছুটা হঠাৎই। কিন্তু দেখা যখন হলই তখন ক্ষোভটা উগরে দিলেন তিনি। তিনি এন্টালির সিপিএম প্রার্থী দেবেশ দাস। এদিন সকালে একটি বুথে ঢুকলে তাঁকে তৃণমূল এজেন্টরা ঘিরে ধরে বিক্ষোভ দেখান বলে অভিযোগ। সেখানে সকাল থেকে সিপিএমের এজেন্টদের মারধর দিয়ে বার করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন দেবেশবাবু। বুথের বাইরে এসে তিনি সংবাদমাধ্যমের সামনে যখন তাঁকে হেনস্থা ও তাঁর দলের এজেন্টদের বার করে দেওয়া অভিযোগ করছেন, তখনই সেখান দিয়ে যাচ্ছিলেন তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহা। দেবেশবাবুকে দেখে দাঁড়িয়ে পড়েন তিনি। স্বর্ণকমল সাহাকে সামনে পেয়ে দেবেশবাবু অভিযোগ করেন তৃণমূলের এজেন্টরা তাঁর দলের এজেন্টদের দুটি বুথে বসতে দিচ্ছে না। এনিয়ে দুই প্রার্থীর মধ্যে বেশ কিছুক্ষণ তর্ক চলে। স্বর্ণকমলবাবু দাবি করেন এলাকায় ভোট শান্তিপূর্ণ হচ্ছে। তার উত্তরে দেবেশবাবু জানান ভোট শান্তিপূর্ণ হচ্ছে কারণ কিছু বুথে তাঁদের এজেন্টই নেই। ইঙ্গিত ছিল একতরফা ভোটের। পরে স্বর্ণকমলবাবু সব শুনে তাঁকে আশ্বস্ত করেন, যদি এমন হয়ে থাকে তবে তিনি নিজে ব্যবস্থা নেবেন। সিপিএম এজেন্টদের তিনি ওই বুথে নিজে বসিয়ে দিয়ে আসবেন বলেও জানান স্বর্ণকমলবাবু। এমনকি যদি তাঁর দলের এজেন্টরা এমন করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন স্বর্ণকমলবাবু।
Read Next
Kolkata
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
October 29, 2024
আকাশে মেঘের আনাগোনা, কালীপুজো কি বৃষ্টিতে ভাসবে, মিলল পূর্বাভাস
October 16, 2024
আকাশে মেঘ, কোজাগরী লক্ষ্মীপুজো কি বৃষ্টিতে ভাসবে, কি বলছে আবহাওয়া দফতর
October 9, 2024
আরও বেশি শক্তিশালী হল ভারতীয় নৌসেনা, সৌজন্যে বাংলার সংস্থা
Related Articles
Leave a Reply